বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে বলিউডে নির্মিত ‘যুদ্ধশিশু’ (চিলড্রেন অব ওয়ার: নাইন মান্থস টু ফ্রিডম) চলতি বছরের ১৬ মে ভারতের পাশাপাশি ঢাকার ১০টি প্রেক্ষাগৃহে মুক্তি পায়।
বিজয় দিবস উপলক্ষে আগামী ১২ ডিসেম্বর ছবিটি আবারো মুক্তি পাচ্ছে ঢাকায়।
ভারতের কলকাতার জে কে এন্টারপ্রাইজ থেকে বাংলাদেশে ছবিটি আমদানি করেছে খান ব্রাদার্স। তারা পুনরায় মুক্তি দেওয়ার পরিবেশনা করছে। মৃত্যুঞ্জয় দেবব্রত পরিচালিত প্রথম ছবি এটি।
ভারতে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ায় তিনি বলেন, “পরিবেশকদের কাছে শুনেছি, বাংলাদেশে ছবিটি মুক্তির পর দারুণ সাড়া পড়েছে। দর্শক চাহিদার কথা ভেবেই বাংলাদেশে ছবিটি আবার মুক্তি দেওয়া হচ্ছে।”
বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় নারীদের ওপর ভয়াবহ নির্যাতন করা হয়। সেই ভয়াবহ ঘটনা নিয়ে সাজানো ছবিটিতে অভিনয় করেছেন রাইমা সেন, ভিক্টর ব্যানার্জি, ফারুক শেখ, ইন্দ্রনীল সেনগুপ্ত, পবন মালহোত্রা, ঋদ্ধি সেন, তিলোত্তমা সোম।
বাংলাদেশে ‘যুদ্ধশিশু’ পুনরায় মুক্তির খবরটি জি-নিউজ, দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস-সহ ভারতীয় সংবাদমাধ্যমগুলো প্রকাশ করেছে।
ডিজিটাল প্রযুক্তিতে নির্মিত ‘চিলড্রেন অব ওয়ার: নাইন মান্থস টু ফ্রিডম’ ছবিটির প্রাথমিক নাম ছিল ‘দ্য বাস্টার্ড চাইল্ড’। পরে নাম পরিবর্তন করে ছবিটির নাম দেওয়া হয় ‘যুদ্ধশিশু’।