ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের আঞ্চলিক ভাষা-সংস্কৃতি-ঐতিহ্য সংরক্ষণে”ঝিনুকদহ ভাষা পরিষদ” ও এক আলোচনা সভা গতকাল বিকাল ৪টায় ডা. কে আহম্মেদ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। ফেসবুকে আত্ম প্রকাশ করা সংগঠনটি ইতিমধ্যে রোহিঙ্গাদের সাহায্যার্থে উখিয়াতেও কাজ করেছে। প্রায় ১২০০ শত পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করেছে। এছাড়াও ঝিনাইদহের প্রাণ নবাগঙ্গা নদী রক্ষায় যুব আহবানসহ সমমনা অন্যান্য সংগঠনের সাথে কাজ করে চলেছে। আলোচনা সভায় সংগঠনের অন্যতম এডমিন গাউস গোর্কির সভাপতিত্বে বক্তব্য রাখেন উপদেষ্টা পরিষদের সদস্য অধ্যক্ষ শহীনূর আলম লিটন, মতিউর রহমান, আশরাফুল আলম শিপন, সামিহা বিদুষী, মল্লিকা নাসরিন, হাসেম আলী, সেলিম শাহ ও রনি আহম্মেদ।