গাজীপুরে স্ত্রীকে পুঁড়িয়ে হত্যার অভিযোগে স্বামীর মৃত্যুদন্ড ও জড়িমানা

Slider বাংলার আদালত

ee143979002c497700abcd21342bd292-gajipur

 

 

 

 

আলী আজগর খান পিরু, গাজীপুর অফিস: স্ত্রীকে পুুঁড়িয়ে হত্যার পর ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করার অভিযোগে স্বামীর মৃত্যুদন্ড ও আলাদাভাবে জরিমানার রায় ঘোষনা করেছে আদালত।

আজ বৃহস্পতিবার গাজীপুরের দায়রা জজ এ কে এম এনামুল হক জ্বনাকীর্ন আদালতে এই রায় ঘোষনা করেন।

মৃত্যুদন্ড প্রাপ্ত আসামীর নাম মো আয়নাল হোসেন।তিনি জয়দেবপুর থানাধীন বাইমাইল পশ্চিমপাড়ার মো আব্দুল মান্নানের ছেলে।

আদালতের রায়ে আয়নাল হককে পেনাল কোডের ৩০২ ধারা মতে মৃত্যুদন্ডসহ ১০০০০ টাকা জরিমান করা হয়েছে ও মৃত্যু নিশ্চিত না হওয়া পর্যন্ত ফাসিতে ঝুলিয়ে রাখার আদেশ দেওয়া হয়েছে।একই সঙ্গে আলামত অদৃশ্য করার চেষ্টা অভিযোগে ৫ বছরের স্বশ্রম কারাদন্ড সহ ৫০০০ টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের স্বশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।মামলার বিবরনী প্রকাশ ২০১৫ সালের ১০ জানুয়ারী সংবাদ প্রাপ্ত হয়ে জয়দেবপুর থানা পুলিশ থানাধীন বাইমাইল পশ্চিমপাড়া গ্রামে আয়নাল হকের বাড়িথেকে তার স্ত্রী আনোয়ারা বেগমের অগ্নিদগ্ধ ও মৃত অবস্থায় লাশ উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আনে।এ ঘটনায় ভিকটিমের পক্ষে কেউ মামলা না করায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে।এই ঘটনায় পুলিশ আয়নাল হককে গ্রেফতার করে।অতপর পুলিশ আয়নাল হকের বিরুদ্ধে আদালতে অভিযোগ পত্র দাখিল করে।আদালত মামলাটির পুনরায় তদন্তের জন্য পর্যায়ক্রমে গাজীপুর ডিবি,সি আই ডি, পি বি আই কে চার্জশিট প্রদানের জন্য বলে ।সর্বশেষ চলতি বছরের ১৫ ই অক্টোবর আদালত অভিযোগ গঠন করে ।৯ জন সাক্ষীর সাক্ষ্য প্রমানের ভিত্তিতে আদালত আজ এই রায় ঘোষনা করেন।রায়ের সময় আসামী আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

রাষ্টপক্ষের মামলা পরিচালনা করেন বিজ্ঞ পি পি আলহাজ্ব হারিছ উদ্দিন আহমদ,আসামী পক্ষে ছিলেন এ্যাডভোকেট আব্দুস সোবাহান,মোসা জেবুন্নেছা মিনা ও মো আলী তারেক বুলবুল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *