গাজীপুর: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক বলেছেন,৭ই মার্চের ভাষন যেন ঐশী বানীর মত। সম্পূর্ণ অলিখিত এই ভাষনটিতে স্বাধীনতা সংগ্রামের পটভুমি বর্ননা করা হয়েছে।
আজ র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এউপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথী ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক এমপি।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, ভাষনটি বার বার শুনলেও মনে হয় আবার শুনি। ইউনেসকোর স্বীকৃতির কারনে ঐতিহাসিক ৭ই মার্চের ভাষন বাংলাদেশকে আজ অনেক উচ্চতায় নিয়ে গেছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য্ প্রফেসর ড: মো: গিয়াসউদ্দিন মিয়ার সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে সাবেক উপাচার্য্ প্রফেসর ড: আব্দুল মান্নান আকন্দ, ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ বক্তব্য দেন।
এর আগে উপাচার্য এর নেতৃত্ত্বে একটি বর্নাঢ্য র্যালী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিন করে।