মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তারকৃত জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা ও যশোরের সাবেক এমপি সাখাওয়াত হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। রবিবার দুপুরে ট্রাইব্যুনাল-১ এ হাজির করা হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল। এছাড়া ট্রাইব্যুনাল প্রসিকিউশনকে আগামী ৩০ ডিসেম্বর সাখাওয়াত হোসেনের বিরুদ্ধে তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। মামলার প্রসিকিউটর রেজিয়া সুলতানা চমন ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন। সাখাওয়াত হোসেনের পক্ষে কোনো আইনজীবী জামিনের আবেদন জানাননি। এর আগে রাজধানীর উত্তরখান থানা থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে শনিবার সন্ধ্যা ৭টার দিকে তাকে উত্তরার মাস্টার পাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে গ্রেপ্তার করে ডিবি ও উত্তর খান থানা পুলিশ।