সম্প্রতি ইসরায়েলের সঙ্গে লেবাননের মাঝে উত্তেজনার জেরে ইসরায়েলি সেনাদের মোকাবেলায় পূর্ণ প্রস্তুতি গ্রহণের নির্দেশ দিয়েছেন লেবাননের সেনাপ্রধান জোসেফ আউন। ২০০৬ সালে লেবাননে ইসরায়েলি আগ্রাসনের পর থেকে দেশটির সঙ্গে ইসরায়েলের একরকম যুদ্ধাবস্থা চলছে, যা সম্প্রতি আবার নতুন করে বৃদ্ধি পেয়েছে।
সেনাপ্রধানের সঙ্গে সুর মিলিয়ে প্রায় একই কথা বলেছেন লেবাননের পররাষ্ট্রমন্ত্রী জিবরান বাসিলের। তিনি ইসরায়েলকে যেকোনো যুদ্ধের ব্যাপারে সতর্ক থাকতে বলেছেন।
গতকাল মঙ্গলবার, সামরিক বাহিনীর অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে সেনাপ্রধান এ নির্দেশনা দেন।
বার্তায় সেনাপ্রধান জোসেফ লেখেন, ইসরাইলের হুমকি এবং অপতৎপরতা মোকাবেলা করতে হবে, পাশাপাশি, তাদের শত্রুভাবাপন্ন মনোভাবের বিষয়ে সজাগ থাকতে হবে।
এছাড়া লেবাননে অবস্থান করা জাতিসংঘ শান্তিরক্ষীদের সাথে সহযোগিতা করতেও সেনাবাহিনীকে আহ্বান জানান জেনারেল আউন।
২০০৬ সালের লেবাননে ইসরায়েলি আগ্রাসনের পর থেকেই দেশটিতে জাতিসংঘের সেনারা অবস্থান করছে।
জোসেফ বলেন, ইসরায়েল তার অপতৎপরতা অব্যাহত রেখেছে। এটা লেবাননের মানুষের অধিকার তাদের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র প্রতিহত করা।
সূত্র : আরটি