গৃহস্থ হঠাত্ দেখতে পেল তার বেডরুমের নিচে শুয়ে সাপ। সঙ্গে সঙ্গে ডাক পড়ল তার। সাপ ধরায় তার বিস্তর নাম ডাক। সাপুড়ে নানহু এরপর এক ডাকে হাজির। খাটের তলা থেকে লেজ হিড়হিড় করে আস্ত সেই কেউটেটাকে টেনে বের করল নানহু। রাগের মাথায় কেউইটেটাও ছোবল মেরে নানহুর নাগপাশ থেকে বেরোতে চাইল।
কেউইটের কামড়ে নানহুর মাথায় খুন চেপে বসল, কেউইটের পাল্টা কামড়ের জবাব কামড় দিয়ে দিল ৫০ বছরের সাঁপুড়ে নানহু। এরপর কেউইটেটাকে কামড়ে কামড়ে খেতে শুরু করল। কিন্তু মিনিট পাঁচেক পরেই বমি শুরু হল, মাথা ঘুরে পড়ে জ্ঞান হারাল নানহু। জ্ঞান আর ফেরেনি তার, চিরনিদ্রায় চলে গেল সে। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের সীতাপুর জেলার কাকাইয়াপাড়া গ্রামে।
১৯৯০ সালে একবার সাপের বিষ খেয়ে আত্মহত্যা করতে চেয়েছিল নানহু। কিন্তু সে বেঁচে যায়। তখন থেকেই তার বিশ্বাস জন্মায় সাপের বিষে সে কখনও মরবে না। কোথাও সাপ বেরোলেই সে ছুটে গিয়ে ধরতে যেত।