লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে চার্জ গঠন শুনানি ৭ ডিসেম্বর

বাংলার আদালত

image_157167.lotif siddiki1ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার দায়ে মন্ত্রী পরিষদ থেকে বহিষ্কৃত আব্দুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি আগামী ৭ ডিসেম্বর নিধারণ করেছেন আদালত।
রবিবার দুপুরে ঢাকা মহানগর হাকিম আসাদুজ্জামান নূরের আদালত অ্যাডভোকেট আবেদ রেজার দায়ের করা মামলায় চার্জ গঠন শুনানির জন্য এদিন ধার্য করেন।
প্রসঙ্গত, ২৫ নভেম্বর দুপুরে আবদুল লতিফ সিদ্দিকী রাজধানীর ধানমণ্ডি থানায় হাজির হয়ে আত্মমর্পণ করেন। পরে পুলিশ লতিফ সিদ্দিকীকে ধর্মীয় অনুভূতিতে আঘাতের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে নিয়ে যায়।
পরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুর রহমানের আদালত তাকে কারাগারে পাঠানো আদেশ দেন। লতিফ সিদ্দিকীর পক্ষে জামিনের জন্য কোনো আইনজীবী না থাকায় জামিন শুনানি হয়নি।
এর আগের দিন ২৩ নভেম্বর রাতে ভারত থেকে দেশে ফেরার পর তাকে গ্রেফতার করা নিয়ে নানা নাটকীয়তা তৈরি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *