চলতি বিপিএলের পঞ্চম আসরে টানা দ্বিতীয় হাফ সেঞ্চুরি তুলে নিলেন রংপুর রাইডার্সের ওপেনার ক্রিস গেইল। গতকালের চেয়ে আজ আরও বিধ্বংসী ছিলেন তিনি।
২৮ বলে ৫১ রানের ইনিংসটিতে ছিল ৫টি বাউন্ডারি এবং ৪টি ওভার বাউন্ডারি। শেষ পর্যন্ত তাকে আবু হায়দার রনির ক্যাচে পরিণত করেন তরুণ অল-রাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত। জাতীয় দলে খেলা এই তরুণের জন্য নিশ্চয়ই এটা ছিল স্বপ্নের উইকেট।আজ মঙ্গলবার বাংলাদেশ প্রিমিয়ার লিগের ঢাকা পর্বের শেষ ম্যাচে টসে জিতে রংপুর রাইডার্সকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় ঢাকা ডায়নামাইটস। যথারীতি ক্রিস গেইল আর কিউই হার্ডহিটার ব্রেন্ডন ম্যাককালাম রংপুরের ইনিংস ওপেন করেন। সতর্ক শুরুর পর ধীরে ধীরে হাত খুলেন গেইল। তবে ম্যাককালাম আজ ইনিংস বড় করতে পারেননি। দলীয় ৩৬ রানে শহীদ আফ্রিদির অসাধারণ এক বলে বোকা বনে গিয়ে বোল্ড হয়ে যান কিউই হার্ডহিটার (৬)।
কিন্তু স্বরূপেই দেখা দেন ক্রিস গেইল।
উইকেটের চারপাশে শুরু হয় চার-ছক্কার বন্যা। সেই আফ্রিদিকে ছক্কা মেরেই ২৭ বলে তুলে নেন হাফ সেঞ্চুরি। তাকে থামানোর জন্য তরুণ মোসাদ্দেককে বোলিংয়ে এনেই সাফল্য পান ঢাকা ডায়নামাইটস অধিনায়ক সাকিব আল হাসান।