এক ব্রিটিশ জরিপে কিছু দিন আগে বের হয়ে এসেছে যে, পুরুষরা সাধারণত পুরুষ লেখকদের বই পড়তেই বেশি পছন্দ করেন। আবার নারীরাও বেশি পড়েন নারীদের লেখা বই। গুডরিডার্স নামের এক অনলাইন বুক স্টোরের ৪০ হাজার সদস্যের ওপর চালানো জরিপে এ তথ্য বের হয়ে আসে।
আমাজনের ওই বুক স্টোর প্রতিষ্ঠানের জরিপে দেখা যায়, এ বছরের সবচেয়ে বেশি পড়া ৫০টি পুরুষ লেখকদের বইয়ের ৯০ শতাংশ পাঠক পুরুষ। ডেইলি মেইল সংবাদমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য দেওয়া হয়।
গুডরিডার্স এর সহ-প্রতিষ্ঠাতা এলিজাবেথ কুরি চাডলার বলেন, আসলে বই সবার জন্য। কিন্তু পুরুষ পাঠকরা যখন বই খোঁজেন, তখন ঘুরেফিরে পুরুষ লেখকদের বই তারা পছন্দ করেন।
এই জরিপে আরো দেখা যায়, নারী-পুরুষ উভয়ই সমানর সংখ্যক বই পড়েছেন। তবে নারীরা সর্বসাম্প্রতিক বই পড়ার ক্ষেত্রে পুরুষদের চেয়ে এগিয়ে রয়েছেন।
এ বছর লেখিকা জে কে রাউলিং এর লেখা বই সবচেয়ে বেশি পড়েছেন নারী পাঠকরা। তবে রেটিং দেওয়ার ক্ষেত্রে নারী লেখকরা বেশ ভালো সাড়া পেয়েছেন পুরুষ পাঠকদের কাছ থেকে। সূত্র : হিন্দুস্তান টাইমস