দল থেকে নাম প্রত্যাহার করলেন ভুবনেশ্বর-ধাওয়ান!

Slider খেলা

133208vhu_kalerkantho_pic

 

 

 

 

 

ফর্মে থাকার সত্ত্বেও শ্রীলঙ্কার বিপক্ষে শুক্রবার থেকে নাগপুরে শুরু হওয়া দ্বিতীয় টেস্টের দল থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন পেসার ভুবনেশ্বর কুমার ও ওপেনিং ব্যাটসম্যান শিখর ধাওয়ান। ব্যক্তিগত কারণে তারা খেলছেন না বলে বিসিসিআই সূত্রে জানানো হয়েছে।

 

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিসিআইয়ের পক্ষ থেকে তাদের ছেড়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। কলকাতায় শেষ হওয়া প্রথম টেস্টে ৮ উইকেট নেয়া ভুবনেশ্বর সিরিজের বাকি দুটি ম্যাচে খেলছেন না। তবে দিল্লীতে অনুষ্ঠিতব্য সিরিজের শেষ টেস্টে খেলবেন শিখর ধাওয়ান।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে চলতি মাসের শেষে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন ভুবনেশ্বর। এ কারণেই ভারতীয় নির্বাচক ও দলীয় ব্যবস্থাপনার কাছে টেস্ট দল থেকে ছুটি চেয়েছেন। তার স্থানে ১৪ জনের স্থানে নতুন মুখ হিসেবে ডাকা হয়েছে বোলিং অল রাউন্ডার বিজয় শঙ্করকে।

দ্বিতীয় টেস্টের জন্য ভারতীয় দল: বিরাট কোহলি (অধিনায়ক), লোকেশ রাহুল, মুরালি বিজয়, চেতশ্বর পুজারা, অজিঙ্কা রাহানে (সহ-অধিনায়ক), রোহিত শর্মা, ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি, উমেশ যাদব, ইশান্ত শর্মা, বিজয় শঙ্কর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *