গুগল অফিসের বাইরে রহস্যজনক কাণ্ডকারখানা

বিচিত্র

image_157161.1লন্ডনের গুগল অফিসের বাইরে রহস্যজনক কাণ্ডকারখানা হচ্ছে। তবে এজন্য বৈদ্যুতিক ক্ষেত্রই দায়ী বলে মনে করা হচ্ছে। বহু মানুষই এ এলাকায় বিদ্যুতের কোনো একটি সমস্যা আছে বলে মনে করছেন। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে বিজনেস ইনসাইডার।
স্থীর বিদ্যুতক্ষেত্রে যেমন সমস্যা হয় অনেকটা তেমনই সমস্যা হয় গুগল অফিসের সামনে। সেখানে গেলে অনেকেরই মাথার চুল দাঁড়িয়ে যায়। অনেকেই এ ঘটনার ভিডিও করে বিষয়টিপ্রমাণ করার চেষ্টা করছেন।
এ বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে গুগল।
রেডিট ব্যবহারকারী মাস্টার পুপ অন্যতম প্রথম ব্যক্তি, যিনি কিনা এ স্থানের রহস্য সবার সামনে তুলে ধরেন। তিনি একটি ভিডিও করে তা অনলাইনে পোস্ট করেন। এ এলাকায় একটি অদ্ভুত শব্দ শোনা যায় বলেও জানান তিনি।
অনলাইনে ভিডিওটি পোস্ট করে তিনি জানান, এ এলাকার বিচরণ করার পর অনেকের দাঁত ব্যথা হয় অনেকের আবার নাক থেকে রক্তও ঝরে। তার নিজের নাক থেকেও সামান্য রক্তপাত হয়েছে বলে জানান তিনি।
এ সমস্যার মূল কারণ এখনও জানা যায়নি। অনেকেই বিল্ডিংটির ডিজাইনে সমস্যা আছে বলে মনে করছেন। কেউ কেউ আবার এ এলাকার মাটির নিচ দিয়ে টানা বৈদ্যুতিক লাইনকেও সন্দেহ করছেন।
বিষয়টি অনুসন্ধানে ইতোমধ্যেই সে এলাকার মাটির নিচের বৈদ্যুতিক লাইন খুঁড়ে দেখতে লেগে গেছে স্থানীয় বিদ্যুৎ বিভাগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *