এই বছরের প্রথম দিকে বাবা কৃষ্ণারাজ রাইকে চিরকালের জন্যে হারান অভিনেত্রী ঐশ্বরিয়া রায়। আজ ছিল অ্যাশের প্রয়াত বাবার জন্মদিন।
জন্মদিনে বাবাকে স্মরণ করে ঐশ্বরিয়া আক্রান্ত শিশুদের জন্য কিছু করার সিদ্ধান্ত নিলেন। সিদ্ধান্তটি হলো ঠোঁটে বিকৃতি রয়েছে এমন ১০০ শিশুর অস্ত্রোপচারের সমস্ত টাকা দেবেন তিনি।
জানা গেছে, স্মাইল ট্রেন ইন্ডিয়া নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে এই কাজটি করবেন ঐশ্বরিয়া।
ঐশ্বরিয়ার এক ঘনিষ্ঠ সূত্রের দাবি, অ্যাশ আজ তাঁর মা ও মেয়েকে সঙ্গে নিয়ে মুম্বাইয়ের শহরতলির এক হাসপাতালে যাবেন। সেখানে ক্লেফ্ট লিপ বা ফাটা ঠোঁটে আক্রান্ত শিশুদের সঙ্গে দেখা করবেন। তাঁদের জীবন যুদ্ধে হেরে না গিয়ে, তাঁদের স্বপ্ন সফল করার জন্যে আবার এগিয়ে যেতে উদ্বুদ্ধ করবেন।
উল্লেখ্য, গত নয় বছর ধরে আন্তর্জাতিক ক্লেফ্ট চ্যারিটির সঙ্গে যুক্ত রয়েছেন অ্যাশ।
সূত্র: এবিপি