অস্ট্রেলিয়ান ক্রিকেটার ফিলিপ হিউজের মৃত্যুর দু’দিনও হয়নি। এরই মধ্যে বলের আঘাতে মৃত্যু হলো হিল্লেল আওয়াজকের নামে এক আম্পায়ারের। এর আগে তিনি ইসরাইল ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন।
জানা গেছে, ইসরায়েলের তেল আবিবের দক্ষিণের শহর অ্যাশডডে একটি ক্রিকেট ম্যাচ চলছিল। ব্যাটসম্যান বল ড্রাইভ করলে তা বিপরীত দিকের উইকেটে আঘাত করার পর আম্পায়ারের মুখে লাগে। এতে তিনি মারাত্মক আহত হন। তারপরই মৃত্যুর কোলে ঢলে পড়েন নামক ওই আম্পায়ারটি।
এবার বলের আঘাতে ক্রিকেটে আরেক মৃত্যু
২০০৬ সালে অবসরে যাওয়া আওয়াজকের ইসরাইলকে পাঁচটি আইসিসি ট্রফি উপহার দেন। বামহাতি স্পিনের সঙ্গে হার্ডহিটিং ব্যাটিং এর জন্য তার সুনাম ছিল। স্থানীয় লিগে অপরাজিত ২৪৪ রান করার রেকর্ডও গড়েছিলেন। দুঃখজনক এই ঘটনার পর ইসরাইল ক্রিকেট অ্যাসোসিয়েশনের সিইও মৃত্যু হওয়া আম্পায়ারের পরিবারের পাশে দাঁড়িয়েছে।
এক শোকবার্তায় সিআই জানায়, হিল্লেলের জন্য আমরা গভীর শোকাহত। এটা তার পরিবার এবং ইসরাইল ক্রিকেটের জন্য বিশাল এক ক্ষতি। হিউজেসের মৃত্যুর দুইদিন পর এই ঘটনা ক্রিকেটের শোককে আরো গভীর করলো।