ষ্টাফ করেসপনডেন্ট
গ্রাম বাংলা নিউজ২৪.কম
গাজীপুর অফিস: বিভিন্ন শ্রেনী পেশার মানুষের অংশ গ্রহনে গাজীপুরে বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত হয়েছে।
শনিবার সকাল ৯টায় গাজীপুর জেলা প্রশাসন চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যলী শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে গাজীপুর সিভিল সার্জনের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গাজীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডাঃ সুবাস চন্দ্র সাহার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গাজীপুর সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আলী হায়দার খান, গাজীপুর সদর হাসপাতালের ডা: আশরাফুল আলম,গাজীপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রনের তত্বাবধায়ক মো: আজিজুল হক, বাংলাদেশ যক্ষা নিরোধ সমিতি নাটাবের গাজীপুর জেলার সাধারণ সম্পাদক সাংবাদিক বেলাল হোসেন, , ওয়ার্ল্ড ভিশন প্রতিনিধি ডা: পি,কে,দাস, বীর মুক্তিযোদ্ধা হাতেম আলী প্রমূখ।
গাজীপুর স্থাস্থ্য বিভাগের আয়োজনে নাটাব,এনটিসিসি ও সিসিপিআর এর সহযোগিতায় অনুষ্ঠিত সভা পরিচালনা করেন, গাজীপুর সিভিল সার্জন অফিসের স্বাস্থ্য ও শিক্ষা বিষয়ক কর্মকর্তা মো: নুরুল ইসলাম ।
বক্তাগণ বলেন, তামাক ও মাদক বর্তমানে সমাজের অভিশাপ হয়ে দেখা দিয়েছে। তামাক ও মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে সমাজের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। প্রতিবছর বিশ্বে ১২ লাখ লোক তামাক জনিত রোগে মারা যাচ্ছে। দেশে মারা যাচ্ছে ৫৭ হাজার। সরকার গচ্চা দিচ্ছে ১১হাজার কোটি টাকা।
এছাড়া অংশ গ্রহন করেন, গণমাধ্যমকর্মী, গাজীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের ছাত্র/ছাত্রী,বিভিন্ন সরকারী বেসরকারী সংস্থার প্রতিনিধি সহ বিভিন্ন শ্রেনী ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা।