বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক, কলামিস্ট এবং আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক বিশ্লেষক প্রবীণ সাংবাদিক জগলুল আহমেদ চৌধুরী সড়ক দুর্ঘটনায় নিহতের ঘটনায় ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ৩ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে হবে। রবিবার সকালে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় থেকে বিআরটিএর পরিচালককে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিকে মৃত্যুর কারণ অনুসন্ধান করে আজ থেকে ৩ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
প্রসঙ্গত, শনিবার রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর কারওয়ান বাজার এলাকায় আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক বিশ্লেষক প্রবীণ সাংবাদিক জগলুল আহমেদ চৌধুরী বাস থেকে নামার সময় অপর একটি বাসের ধাক্কায় গুরুতর আহত হন। প্রথমে তাকে মোহনা হাসপাতাল এবং পরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) আনা হয়। সেখানে রাত সাড়ে ৯টার দিকে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তার লাশ পিজি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।