বাংলাদেশ-ভারত-শ্রীলঙ্কার ত্রিদেশীয় সিরিজের সূচি চুড়ান্ত

Slider খেলা

160853kohli_kalerkantho_pic

 

 

 

 

শ্রীলঙ্কার স্বাধীনতার ৭০ বছর পূর্তি উপলক্ষে প্রস্তাবিত ত্রিদেশীয় সিরিজ অবশেষে চুড়ান্ত হল। শ্রীলঙ্কার মাটিতে বাংলাদেশ ও ভারতকে নিয়ে এই টুর্নামেন্ট আয়োজনের কথা আগেই নিশ্চিত করেছিল শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।

এবার ঘোষিত হল দিনক্ষণ।শ্রীলঙ্কার স্বাধীনতার সাথে সাথে তাদের ক্রিকেট বোর্ডেরও ৭০ বছর পূরণ হবে। এ উপলক্ষে ২০১৮ সালের ৮ মার্চ থেকে শুরু হবে ত্রিদেশীয় টুর্নামেন্টটি। তবে ওয়ানডে নয়; পরস্পরের বিপক্ষে ক্রিকেটের ছোট সংস্করণ টি-টোয়েন্টি ম্যাচ খেলবে এশিয়ার তিন দেশ।

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে হবে সবকটি ম্যাচ। গ্রুপ পর্বে প্রতিটি দল পরস্পরের মুখোমুখি হবে ২ বার করে। শীর্ষ দুই দল ফাইনাল খেলবে ২০ মার্চ।  এর আগে ১৯৯৮ সালে শ্রীলঙ্কার স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে ইন্ডিপেন্ডেন্স কাপ আয়োজন করেছিল শ্রীলঙ্কা। ত্রিদেশীয় সেই ওয়ানডে টুর্নামেন্টে স্বাগতিকদের সঙ্গে ছিল ভারত ও নিউ জিল্যান্ড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *