হাফিজুল ইসলাম লস্কর :: সিলেটের শাহজালাল উপশহরে বসবাসরত নাগরিকদের সমস্যা সমাধান, মেধা ও মননের চর্চা, দেশ সেবায় সুযোগ্য অরাজনৈতিক সেচ্ছাসেবী, ভবিষ্যৎ দেশ গড়ার কান্ডারী, দেশের সেবায় আত্ননিয়োগকারী, দেশপ্রেমিক যুবসমাজ গঠন এবং সব দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে প্রতিষ্টিত “ইউনাইটেড ফোরাম,র কার্যক্রমকে আরো গতিশীল করতে ফোরামের সকল সদস্যদের সম্মতিতে
ফোরামের পূর্ণাঙ্গ কার্যকরি কমিটি গঠন করা হয়েছে।
আজ শুক্রবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৮ঘটিকার সময় শাহজালাল উপশহরস্থ তারতীলুল ক্বোরআন হাফিজিয়া মাদ্রাসার হলরুমে সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।
সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে মাও. সিরাজুল ইসলাম সিরাজীকে সভাপতি এবং মাও.মাশহুদ আহমদ জাহেদকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
গঠিত কমিটির অপর দায়িত্বশীলরা হলেন- সহ-সভাপতি মাও.মঞ্জুর আহমদ, হা.মাও.আবুল হোসেন সুফী, মাও.মঞ্জুরে মাওলা, মাও.তহুরুল হক, মাও.মাশহুদ আহমদ, মাও.জিয়া উদ্দীন,
সহ-সাধারণ সম্পাদক জাকারিয়া আল হাসান, মাও.আবুবকর, সাংগঠনিক সম্পাদক মাও.রেজওয়ান আহমদ, সহ- সাংগঠনিক সম্পাদক হা.মাও.হাফিজুল ইসলাম লস্কর, কারী মাও.ইসমাঈল চৌধুরী, সমাজকল্যাণ সম্পাদক মাও.ছানাউল্লাহ, প্রচার সম্পাদক আরাফাত হোসেন, সহ-প্রচার সম্পাদক মোরশেদ আলম, দপ্তর সম্পাদক সারওয়ার হোসেন।
নির্বাহী সদস্যরা হলেন, মাও.আব্দুল মোক্তাদির, মাও.মাহবুব সিরাজী, মাও.কুতবুল আলম, হা.শরীফ আহমদ, মাও.আব্দুল হালিম, আব্দুর রহিম, সৌমিক চৌধুরী, আব্দুল আযীয।