লজ্জার রেকর্ড গড়লেন ভারতীয় দলনেতা বিরাট কোহলি। এক বছরে সব থেকে বেশি বার শূন্য রানে আউট হওয়ার কপিল দেবের রেকর্ড ছুঁলেন তিনি।
ইডেন গার্ডেন্সে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে লাকমালের বলে শূন্যতেই বিদায় নেন কোহলি। এ নিয়ে এক বছরে মোট পাঁচবার শূন্য রানে আউট হলেন অধিনায়ক।
এর আগে অধিনাকয় হিসাবে এক বছরে ৫ বার শূন্য রানে আউট হয়েছিলেন কপিল দেব। অস্ট্রেলিয়ার বিপক্ষে সব থেকে বেশিবার শূন্য রানে আউট হয়েছেন কোহলি। ওয়ানডে, টি-টোয়েন্টি, টেস্ট মিলিয়ে মোট তিন বার ওজিদের সঙ্গে ডাক মারেন তিনি।
বিরাটের ডাক রেকর্ড:
পুনে টেস্ট, বিপক্ষ অস্ট্রেলিয়া (২৩ ফেব্রুয়ারি)
দ্য ওভাল ওয়ান ডে, বিপক্ষ শ্রীলঙ্কা (৮ জুন)
চেন্নাই ওয়ান ডে, বিপক্ষ অস্ট্রেলিয়া (১৭ সেপ্টেম্বর)
গুয়াহাটি টি-টোয়েন্টি, বিপক্ষ অস্ট্রেলিয়া (১০ অক্টোবর)
কলকাতা টেস্ট, বিপক্ষ শ্রীলঙ্কা (১৬ নভেম্বর)।