লিবিয়ায় সরকারপন্থী সেনা এবং সন্ত্রাসীদের মধ্যে প্রচণ্ড সংঘর্ষে গত ছয় সপ্তাহে চার শ’র বেশি মানুষ নিহত হয়েছে। দেশটির চিকিৎসার সঙ্গে জড়িত কর্মীরা এ খবর দিয়েছেন। লিবিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর বেনগাজির হাসপাতালগুলোর সঙ্গে জড়িত নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র নিহতের এ সংখ্যাটি নিশ্চিত করেছে।
গত কয়েক সপ্তাহ ধরে বেনগাজির বাণিজ্যিক বন্দরের আশপাশে সংঘর্ষ চলছে। এ বন্দরের আশপাশে সন্ত্রাসীরা অবস্থান নিয়েছে বলে সরকারপন্থী সেনারা বলছে। লড়াইয়ের মধ্য দিয়ে বন্দরের সব রকম তৎপরতা বন্ধ হয়ে যাওয়ায় বেনগাজির খাদ্য সরবরাহে বিপর্যয় দেখা দিয়েছে।
২০১১ সালের গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে লিবিয়ার স্বৈরশাসক কর্নেল গাদ্দাফির পতন ঘটে। গাদ্দাফির পতনের পর দেশটিতে ভারী অস্ত্রে সজ্জিত কয়েকটি সশস্ত্র গোষ্ঠীর জন্ম হয়েছে এবং এ সব গোষ্ঠীর মধ্যে মারাত্মক রাজনৈতিক বিভক্তি রয়েছে।
সূত্র : রেডিও তেহরান