সামনেই শীতকাল। অনেকেই এখন পুরনো শীতের পোশাক বের করছেন।
কিন্তু পুরনো শীতের পোশাকের অনেকগুলোরই রোঁয়া উঠে গেছে। নতুন ভাবটা আর নেই। এ অবস্থায় এগুলো কি ফেলে দেবেন?
এ অবস্থায় আপনি চাইলে সহজেই আপনার পুরানো আঁশ উঠা সোয়েটার ও অন্যান্য শীতের পোশাককে প্রায় নতুনের মতো করে নিতে পারেন। এজন্য আপনার প্রয়োজন শুধু একটি ধারালো শেভিং রেজর।
যেভাবে করবেন-
১. আঁশ উঠে যাওয়া সোয়েটার ধুয়ে ভালোভাবে শুকিয়ে নিন। ভেজা ভাব যেন না থাকে।
২. সমতল টেবিলে সোয়েটারটি মেলে দিন। এবার ধীরে ধীরে শেভিং রেজরটি দিয়ে ধৈর্য ধরে রোঁয়াগুলো পরিষ্কার করতে থাকুন।
৩. রেজর দিয়ে পরিষ্কারের সঙ্গে সঙ্গে রোঁয়াগুলো সাবধানে তুলে ফেলুন।
সোয়েটারে লেগে থাকতে দেবেন না। অন্যথায় এগুলো আবার সেখানে লেগে যাবে এবং সৌন্দর্যহানি ঘটাবে।
প্রথমে ব্যাপারটা কঠিন মনে হলেও ধৈর্য ধরে কাজটি করার পর আপনি অবাক হবেন। রোঁয়া বা বাড়তি আঁশ থাকার কারণে বহু শীতের পোশাক পুরনো দেখা যায়। এগুলো পরিষ্কার করে নিলেই জিনিসগুলো প্রায় নতুনের মতো হবে।
মনে রাখবেন, জিনিসটি আগে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপর এ কাজটি করতে হবে। অন্যথায় ধোয়ার সময় আবার আগের মতো রোঁয়া উঠে যেতে পারে।