প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বিশিষ্ট সাংবাদিক ও আন্তর্জাতিক সংবাদ বিশ্লেষক জগলুল আহমেদ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
এক শোক বার্তায় প্রধানমন্ত্রী দেশের সাংবাদিকতা অঙ্গনে জগলুল আহমেদ চৌধুরীর অসামান্য অবদানের কথা স্মরণ করেন।
তিনি বলেন, ‘তার মৃত্যুতে দেশ হারালো সাংবাদিকতা জগতের এক উজ্জ্বল তারকা। আমি ব্যক্তিগতভাবে একজন সহপাঠী এবং সত্যিকারের শুভাকাঙক্ষীকে হারালাম।’
তার মৃত্যুতে দেশের সাংবাদিকতা অঙ্গনে বিশাল শূন্যতা সৃষ্টি হলো বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী মরহুমের রুহের মাগফেরাত ও আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক জগলুল আহমেদ চৌধুরী আজ রাতে কাওরান বাজার এলাকায় এক সড়ক দুর্ঘটনায় নিহত হন। তার বয়স হয়েছিল ৬৫ বছর।
এক শোক বার্তায় প্রধানমন্ত্রী দেশের সাংবাদিকতা অঙ্গনে জগলুল আহমেদ চৌধুরীর অসামান্য অবদানের কথা স্মরণ করেন।
তিনি বলেন, ‘তার মৃত্যুতে দেশ হারালো সাংবাদিকতা জগতের এক উজ্জ্বল তারকা। আমি ব্যক্তিগতভাবে একজন সহপাঠী এবং সত্যিকারের শুভাকাঙক্ষীকে হারালাম।’
তার মৃত্যুতে দেশের সাংবাদিকতা অঙ্গনে বিশাল শূন্যতা সৃষ্টি হলো বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী মরহুমের রুহের মাগফেরাত ও আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক জগলুল আহমেদ চৌধুরী আজ রাতে কাওরান বাজার এলাকায় এক সড়ক দুর্ঘটনায় নিহত হন। তার বয়স হয়েছিল ৬৫ বছর।