রাতভর ভারী বর্ষণে মধ্য গ্রীসে সৃষ্টি হওয়া আকস্মিক বন্যায় অন্তত ১৫ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। বন্যায় দেশটির বাণিজ্যিক শহর মানদ্রা, নে পেরামোস মেগারা, রাজধানী এথেন্সের পশ্চিমাঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানায়, এ ঘটনায় এ পর্যন্ত অন্তত ৩৭ জনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনো অনেকে নিখোঁজ রয়েছেন। নিহতদের বেশিরভাগই বৃদ্ধ যাদের মরদেহ নিজ বাড়ি থেকে উদ্ধার করা হয়।
মানদ্রার মেয়র বলেন, এটা বাইবেলে উল্লেখ করা দুর্যোগের মত। পানির তোড়ে সব কিছু ভেসে যাচ্ছিল। গত এক সপ্তাহ ধরে গ্রীসে বৈরী আবহাওয়া বিরাজ করছে, কিন্তু একরাতের ভারী বর্ষণে আকস্মিক বন্যার সৃষ্টি হয়। সড়কগুলোতে বন্ধ হয়ে পড়ে থাকা ভারী যান, বাস বা গাড়ির অন্তত এক মিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল।