শিবচরে বিএনপি ও অঙ্গ সংগঠনের শতাধিক নেতা-কর্মী আওয়ামী লীগে যোগ দিয়েছেন।
জানা যায়, আজ শনিবার বিকেলে জেলার শিবচর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে স্থানীয় সংসদ সদস্য নুর ই আলম চৌধুরী লিটনের হাতে ফুলের তোড়া দিয়ে আওয়ামী লীগে যোগ দেন বিএনপির প্রভাবশালী নেতা ও সাবেক এপিপি মো. আ. হামিদ হাওলাদার। এ ছাড়া আরো যোগ দেন উমেদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক হাওলাদার, বাঁশকান্দি ইউনিয়ন বিএনপির সহসভাপতি আজিজ মাতুব্বর, যুবদলের সাবেক সহসভাপতি মো. কামরুল হাসান মল্টিনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের শতাধিক নেতা-কর্মী। এ সময় জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মুনির চৌধুরী, সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, শিবচর পৌর মেয়র আ. লতিফ মোল্লা, ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন বেপারি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সামসুদ্দিন খান, সাধারণ সম্পাদক ডা. মো. সেলিম মিয়া, পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র আওলাদ হোসেন খান, সাধারণ সম্পাদক তোফাজ্জেল হোসেন খানসহ বিপুল নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
এ সময় সদ্য যোগদানকারী আ. হামিদ হাওলাদার বলেন, আমি এত দিন ভুল পথে হেঁটেছি। আমি আবার সঠিক পথে ফিরে এসেছি যোগ্য নেতা লিটন চৌধুরীর কাছে। আপনারা আমাকে পাশে রাখবেন।
স্থানীয় সংসদ সদস্য নূর ই আলম চৌধুরী লিটন বলেন, যুদ্ধাপরাধী রাজাকার ছাড়া সবাই আওয়ামী লীগে আসতে পারবে। অনেকেই নতুন করে এসে ভালো কাজ করছে।
