ভারত সীমান্ত ঘেঁষে রেলপথ তৈরি করবে চীন

Slider সারাবিশ্ব

222133kalerkanrtho_pic.jepg_

 

 

 

 

ভারতকে চাপে রাখতে কৌশলি চীন। একেবারে ভারত সীমান্ত ঘেঁষে ৫৪০ কিলোমিটার রেলপথ গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে চীন।

উচ্চ গতিসম্পন্ন এই রেল তিব্বত থেকে মাউন্ট এভারেস্ট হয়ে নেপাল পৌঁছাবে। যার ফলে ভারতের প্রতিবেশী দেশগুলির উপর চীন এবার সরাসরি প্রভাব ফেলতে শুরু করতে পারে বলে মনে করা হচ্ছে।

এই হাইস্পিড রেল কোথা দিয়ে যাবে, কি নকশা রয়েছে, এমনকি কোথায় টানেল তৈরি পরিকল্পনা রয়েছে বেইজিংয়ের। সম্প্রতি তা প্রকাশ্যে আনে চীন। চীনের পক্ষে জানানো হয়েছে, চীন-নেপালের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কে জোর ও পর্যটনে বিশেষ নজর দেওয়ার জন্যই এই রেলপথ গড়ে তোলা হচ্ছে। যদিও তা মেনে নিতে নারাজ ভারত। ভারতসহ একাধিক প্রতিবেশী দেশের উপরে নজর রাখতেই এই কৌশলী সিদ্ধান্ত নিচ্ছে বেইজিং। পর্যটন ক্ষেত্রে উন্নয়নের কথা বললেও হঠাৎ প্রয়োজনে সেনা পাঠানোর প্রয়োজন হলেও তা দ্রুত ভারত সীমান্তে পৌঁছাতে পারবে বলে মনে করা হচ্ছে।

প্রসঙ্গত, গত কয়েকদিন আগে দোকালাম নিয়ে সমস্যার কারণে কার্যত যুদ্ধের পরিস্থিতিতে দাঁড়িয়ে ছিল ভারত-চীন।

ফের এবার রেল নির্মাণ নিয়ে সমস্যা বাড়বে বলেই মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *