ভালবাসা নেই কোন অপরাধ,
তবে কেন আমি অপরাধী।
মেঘ যদি ঢেকে দেয় আকাশের নিল চাদ,
আবার যদি আলো ছড়ায় অনাবিল ¯িœগ্ধ
তবে আমি কেন পারবনা ভালবাসার দিপ্তি জালাতে।
শিশির যদি স্হান পায় ঘাসের ডগায়,
মুগ্ধ মনে দেখি তাকে অপরুপ সোভায়।
তেমনি করে রাখবো তুমায়
আমার মনের ফুলের ফুল দানিতে।
সুখ যদি থাকে তুমার অপরুপ আখিতে
হিদয় কেড়েছ আমার প্রাণ ঢালা হাসিতে,
তবে কি করে বুঝবো আমি অপরাধী।
গোলাপ পাপড়ী সোভায় মুখরিত
অলি গন্ধ লুটিয়ে নেয় প্রমেতে ভুলি।