বাসের ধাক্কায় সাংবাদিক জগলুল আহমেদের মৃত্যু

টপ নিউজ
image_156917.1রাজধানীতে বাসের ধাক্কায় বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সাবেক প্রধান সম্পাদক জগলুল আহমেদ চৌধুরি মারা গেছেন। আজ শনিবার রাত ১০টার দিকে কারওয়ানবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ জানিয়েছেন। জগলুল আহমেদ চৌধুরীর ছেলে নাবিদ আহমেদ চৌধুরী চিকিৎসকদের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেন। জগলুল আহমেদের লাশ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে রাখা হয়েছে।
জগলুল আহমেদ চৌধূরীর অকাল মৃত্যুতে জাতীয় প্রেসক্লাব ব্যবস্থাপনা কমিটি গভীরভাবে শোকাভিভূত। ক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ ও সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ এক শোকবার্তায় জগলুল আহমেদ চৌধূরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। আন্তর্জাতিক বিষয়াদির বিশ্লেষকখ্যাত জগলুল আহমেদ চৌধুরীর বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তাঁর লাশ পিজি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *