এবার ৪০০ মিলিয়নে পিএসজি থেকে রিয়াল মাদ্রিদে নেইমার?

Slider খেলা

195736neymar_kalerkantho_pic

 

 

 

 

যে যত যাই বলুক না কেন, ফরাসি ক্লাব পিএসজিতে নেইমারের সুন্দর সময়গুলো দ্রুতই শেষ হয়ে গেছে। সতীর্থদের সঙ্গে বিবাদের পাশাপাশি কোচ উনাই এমেরির সঙ্গেও তার সম্পর্ক মোটেও ভালো নয়।

অনেক স্বপ্ন নিয়ে ২২২ মিলিয়ন ইউরোতে ব্রাজিল সুপারস্টারকে দলে টেনেছিল ফ্রান্সের শীর্ষ ক্লাবটি। তবে নেইমারকে ভালো চোখে দেখছেন না কেউ। এই সুযোগটাই কাজে লাগাতে চায় স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ!তার মানে আবারও স্প্যানিশ লিগেই ফিরছেন নেইমার? আগামী জানুয়ারিতে দলবদলের বাজারেই হয়তো নেইমারকে দলে টানার চেষ্টা করবে রিয়াল। ‘কিপ্টে কোচ’ হিসেবে পরিচিত জিনেদিন জিদানের জন্য বিপুল পরিমাণ লাভের মুখ দেখেছে ক্লাবটি। তবে চলতি লিগে তাদের অবস্থান একেবারেই ভালো নয়। তাই এবার ব্রাজিল সুপারস্টারের পেছনে অর্থ ঢালতে প্রস্তুতি নিচ্ছে তারা। বিশাল অংকের অর্থের বিনিময়ে হলেও সাদা জার্সিতে নেইমারকে তাদের চাই।

নেইমারকে দলে ভেড়ানোর এই কর্মযজ্ঞও নাকি অনেকদূর এগিয়ে গেছে। স্প্যানিশ সংবাদমাধ্যম ডন ব্যলন বলছে, ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ ইতোমধ্যে নাকি পিএসজির জন্য প্রস্তাবও সাজিয়ে ফেলেছেন।

যদি সত্যই এই ট্রান্সফার হয়; তাহলে ব্রাজিল সুপারস্টারের দাম উঠতে পারে ৪০০ মিলিয়ন ইউরো! এই মাথা খারাপ করা টাকার অংকেও পিছু হঠছে না রিয়াল। নেইমারকে পেতে প্রয়োজনে টনি ক্রুজ আর গ্যারেথ বেলকে বিনামূল্যে পিএসজিকে দিয়ে দেবে তারা!পিএসজিতে আসার আগে এতদিন ক্যাম্প ন্যু তে লিওনল মেসির সতীর্থ ছিলেন নেইমার। এবার যদি সত্য সত্যই রিয়ালে যান তিনি; তবে সতীর্থ হিসেবে পাবেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোকে। যিনি মেসির সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচিত। তার মানে আরও একজন সুপারস্টারের ছায়াতলে যাবেন ২৬ বছর বয়সী নেইমার।  রিয়াল সভাপতি পেরেজ আরও বলেছেন, সবকিছু মিলিয়ে যদি আগামী মৌসুমে সম্ভব না হয়; নেইমারের জন্য পরবর্তী মৌসুমগুলোতেও চেষ্টা অব্যাহত থাকবে রিয়ালের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *