রোহিঙ্গাদের জন্য অর্থ সহায়তা দিল ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা

Slider রংপুর শিক্ষা

IMG_20171113_162031

এস. এম. মনিরুজ্জামান মিলন, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ “মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য” এই মহান চেতনাকে বুকে ধারণ করে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ক্ষুদে শিক্ষার্থীরা রোহিঙ্গাদের সাহায্যার্থে ১২,১০০ টাকা জেলা প্রশাসক মো. আব্দুল আওয়ালের হাতে তুলে দেয়।

ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা নিজ শ্রেণীতে পড়ুয়া সহপাঠীদের কাছ থেকে উত্তোলনকৃত এই অর্থ আজ ১৩ নভেম্বর সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসক মো. আব্দুল আওয়ালের হাতে তুলে দেয়।

জেলা প্রশাসক মো. আব্দুল আওয়াল এই অর্থ গ্রহণ করেন এবং শিক্ষার্থীদের অভিনন্দন জানান।

তিনি বলেন, তোমরা দেশের ভবিষ্যৎ কর্ণধার। তোমাদের মানব সেবার এই মানসিকতা আমাকে মুগ্ধ করেছে। ভবিষ্যতে তোমরা আরও বড় মানবিক কর্মকান্ডের জন্য প্রস্তুত হও।

এসময় আরও উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আখতারুজ্জামান, বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর চার শাখার শ্রেণীশিক্ষক মো. ফয়জুল আলম, হোসাইন আহমেদ, মো. জাকির হোসেন ও বিদ্যুৎ চন্দ্র মন্ডল সহ প্রমুখ।

এসময় শিক্ষার্থীরা ভবিষ্যতেও এরকম উদ্যোগ অব্যাহত রাখার আগ্রহ প্রকাশ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *