টুইটের সীমা ১৪০ অক্ষর থেকে বেড়ে ২৮০ অক্ষর

Slider সামাজিক যোগাযোগ সঙ্গী

015023twitter_kalerkantho_pic

 

 

 

 

টুইটার ব্যবহারকারীদের জন্য দারুণ খবর। এবার থেকে টুইটার ব্যবহারকারীরা ১৪০ শব্দের সীমানা ছাড়িয়ে ২৮০ শব্দে মনের ভাব প্রকাশ করতে পারবেন।

পাশাপাশি, ডিসপ্লে নামের অক্ষর সীমা বেড়ে যাওয়ায় এবার থেকে ৫০ শব্দ খরচ করার ছাড়পত্র পাওয়া গেল।

টুইটারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে, বহুদিন ধরেই টুইটারের ডিসপ্লে নেম-এ ২০ শব্দের মধ্যে লিখতে হতো নাম। ফলে, বহুক্ষেত্রেই সমস্যার সম্মুখীন হতেন টুইটার ব্যবহারকারীরা। তাঁরা অক্ষর সংখ্যা বাড়ানোর আবেদনও জানাচ্ছিলেন।

টুইটার ব্যবহারকারীদের সেই আবেদন সাড়া দিয়েই অবশেষে মঞ্জুর হলো এই দাবি। ফলে, এখন অ্যান্ড্রয়েড এবং আইওএস ব্যবহারকারীরা টুইটার অ্যাপের প্রোফাইল সেটিংসে গিয়ে ডিসপ্লে নাম পরিবর্তন করতে পারবেন। সূত্র: ইন্টারনেট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *