বিরোধটা অনেকদিনের। জিও টিভিতে একটি অনুষ্ঠানের প্রচারেকে কেন্দ্র করে বিতর্কটা ডানা বেঁধে ছিল। ধর্মকে অবমাননা করার অভিযোগে পাকিস্তানের বিভিন্ন উগ্রবাদী জঙ্গিগোষ্ঠী মৃত্যুর পরোয়ানা ঘোষণা দিয়ে রেখ ছিল। আনুষ্ঠানিকভাবে সে দেশের আদালত মামলার রায় ঘোষণা করল। তবে অভিযুক্তরাও দেশ ছাড়া। অভিনেত্রী বীণা মালিক, তাঁর স্বামী ও পাকিস্তানের সবচেয়ে বড় মিডিয়া গোষ্ঠী জিও টিভির মালিক মির শাকিল-উর-রহমানকে ধর্মকে অবমাননা করে অনুষ্ঠান সম্প্রচারের ২৬ বছরের কারাদণ্ডের আদেশ দিলেন সন্ত্রাসদমন আদালত।
গত মে মাসে জিও টিভিতে বিতর্কিত অনুষ্ঠানটি সম্প্রচারিত হয়েছিল। অনুষ্ঠানে একদিকে একটি ধর্মীয় ভক্তিমূলক গান বাজছিল। আর সামনে বীণার সঙ্গে বসিরের নকল বিয়ের আসর! এ নিয়ে শোরগোল ছড়ায়। এমন অনুষ্ঠান সম্প্রচারে অনুমতি দেওয়ার অভিযোগ ওঠে শাকিল-উরের বিরুদ্ধে। বীণা, বসিরের পাশাপাশি টিভি শোয়ের উপস্থাপক সাইস্তা ওয়াহিদিরও ২৬ বছর জেল হয়েছে। দোষীদের ১৩ লাখ পাকিস্তানি টাকা জরিমানার নির্দেশও দিয়েছেন বিচারক শাহবাজ খান। জরিমানা না দিলে তাঁদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে, এও জানিয়েছেন তিনি। বিতর্কিত এই অনুষ্ঠান সম্প্রচারের জন্য জিও গোষ্ঠী প্রকাশ্যে ক্ষমা চেয়েছিলেন কিন্তু তাতেও শান্ত করা যায়নি কট্টরপন্থীদের।
সূত্র : কলকাতা ২৪x৭
গত মে মাসে জিও টিভিতে বিতর্কিত অনুষ্ঠানটি সম্প্রচারিত হয়েছিল। অনুষ্ঠানে একদিকে একটি ধর্মীয় ভক্তিমূলক গান বাজছিল। আর সামনে বীণার সঙ্গে বসিরের নকল বিয়ের আসর! এ নিয়ে শোরগোল ছড়ায়। এমন অনুষ্ঠান সম্প্রচারে অনুমতি দেওয়ার অভিযোগ ওঠে শাকিল-উরের বিরুদ্ধে। বীণা, বসিরের পাশাপাশি টিভি শোয়ের উপস্থাপক সাইস্তা ওয়াহিদিরও ২৬ বছর জেল হয়েছে। দোষীদের ১৩ লাখ পাকিস্তানি টাকা জরিমানার নির্দেশও দিয়েছেন বিচারক শাহবাজ খান। জরিমানা না দিলে তাঁদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে, এও জানিয়েছেন তিনি। বিতর্কিত এই অনুষ্ঠান সম্প্রচারের জন্য জিও গোষ্ঠী প্রকাশ্যে ক্ষমা চেয়েছিলেন কিন্তু তাতেও শান্ত করা যায়নি কট্টরপন্থীদের।
সূত্র : কলকাতা ২৪x৭