সোলায়মান সাব্বির, গাজীপুর অফিসঃ
গাজীপুরের বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিএনপির নেতাকর্মীসহ ৩৬ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতদের মধ্যে শ্রীপুর উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান ফকির রয়েছে।
গতকাল শনিবার থেকে আজ রবিবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এ বিষয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী সায়েদুল আলম বাবুল জানান, শ্রীপুর উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান ফকিরসহ জেলার বিভিন্ন থানা এলাকা থেকে ১২ জন বিএনপির নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
তিনি অভিযোগ করেন, রবিবার ঢাকায় বিএনপির জনসভায় যাতে নেতাকর্মীরা যেতে না পারে সে জন্য তাদের আটক করা হয়েছে।
এ ব্যাপারে জেলা পুলিশের বিশেষ শাখার (ডিআইও ২) মমিনুল ইসলাম জানান, গাজীপুরের বিভিন্ন থানা এলাকায় বিশেষ অভিযান চালায় পুলিশ। এ সময় বিভিন্ন মামলার আসামিসহ সন্দেহজনকভাবে ৩৬ জনকে আটক করা হয়েছে। তবে আটককৃতদের মধ্যে বিএনপির কোনো নেতাকর্মী আছে কিনা জানা নেই।