যুক্তরাষ্ট্রের ফারগুসন শহরের এক পুলিশ কর্মকর্তা এবার একজন কৃষ্ণাঙ্গ নারীর চোখে গুলি করেছে। মিসৌরি অঙ্গরাজ্যের ফারগুসন শহরে একজন কৃষ্ণাঙ্গ তরুণকে প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যাকারী পুলিশ কর্মকর্তাকে খালাস দেওয়াকে কেন্দ্র করে যখন প্রচণ্ড বিক্ষোভ চলছে তখন ওই নারীর বাম চোখ নষ্ট করে দিল মার্কিন পুলিশ। গত মঙ্গলবার বিক্ষোভ চলার সময় ২৪ বছর বয়সি গর্ভবর্তী নারী ডোরনেল্লা কোনারের চোখে গুলি করেন এক পুলিশ কর্মকর্তা।
ফারগুসনের উত্তর অংশে অবস্থিত একটি সড়কে বন্ধু ডি অ্যাঞ্জেলস লির সঙ্গে একটি গাড়িতে বসে ছিলেন কোনার। হঠাৎ একদল পুলিশ কর্মকর্তা এসে দৃশ্যত বিক্ষোভকারীদের দিকে গুলি ছুঁড়তে শুরু করে। এ সময় লি গাড়ি চালিয়ে ঘটনাস্থল ত্যাগ করতে চাইলে পুলিশ চারদিক দিয়ে গাড়িটি ঘিরে ধরে এবং গাড়ি লক্ষ্য করে গুলি চালায়। একটি গুলি জানালার কাঁচ ভেদ করে কোনারের বাম চোখের মধ্যে ঢুকে যায়। পুলিশ দাবি করেছে, লি গাড়ি চালিয়ে পুলিশের দিকে তেড়ে যাচ্ছিল।
এদিকে কোনারের বাবা অভিযোগ করেছেন, তাঁর মেয়ে গাড়ি না চালালেও তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়। তিনি বলেন, পুলিশের দিকে গাড়ি তেড়ে যাচ্ছে বলে যে দাবি করা হচ্ছে তা মেনে নিলেও প্রশ্ন হচ্ছে, যে গাড়ি চালাচ্ছে তাঁকে গুলি না করে যে যাত্রীর আসনে বসেছিল তাঁকে কেন গুলি করা হলো? পর্যবেক্ষকরা মনে করছেন, আমেরিকায় কৃষ্ণাঙ্গ জনগোষ্ঠীর সঙ্গে শ্বেতাঙ্গরা যে বর্ণবাদী ও বৈষম্যমূলক আচরণ করে তারই ধারাবাহিকতায় কোনারকে গুলি করেছে মার্কিন পুলিশ।
সূত্র : রেডিও তেহরান