শারমিন সরকার
ব্যুারো চীফ
শ্রীপুর অফিস: শ্রীপুর পাইলট উচ্চবিদ্যালয় এন্ড কলেজে বালিকা ও যুবনারীর জীবন দক্ষতা বিষয়ক দিনব্যাপী কর্মশালা ২৯ নভেম্বর শনিবার বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
প্ল্যান ইন্টারন্যাশনালের গাজীপুর পোগ্রাম ইউনিটের সহায়তায় ঢাকা আহছানিয়া মিশনের গার্ল পাওয়ার প্রজেক্ট উক্ত কর্মশালার আয়োজন করে। বিদ্যালয়ের যুব নারী ফোরামের সভাপতি নিলিমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালার উদ্ধোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ দেলোয়ার হোসেন মিঞা। কর্মশালায় বিদ্যালয়ের ২৬ জন শিক্ষার্থী অংশ নেয়।
বাস্তবিক জীবনে জীবন-দক্ষতার উপাদান কলা-কৌশল সম্পর্কে জ্ঞানার্জন করে বালিকা যুব নারীর জেন্ডার ভিত্তিক সহিংসতা বন্ধ বিষয়ে বক্তব্য রাখেন, উপজেলা সিএসও (সিভিল সোসাইটি ওর্গানাইজেশন) নেটওয়ার্ক কমিটির সভাপতি আঃ কাদির মাষ্টার,সহ সাধারন সম্পাদক আনোয়ারা বেগম, প্রজেক্টের টিও নাসিম রহমান, বিদ্যালয়ের নারী ফোরামের সম্পাদক দিতা চৌধুরী প্রমুখ।