বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী এবং বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, আমাদের সংবিধানে আমরা সমাজতন্ত্রকে মূলনীতি হিসেবে গ্রহণ করেছি, সুতরাং তার বাস্তবায়ন সাংবিধানিক দায়িত্ব। সমাজতন্ত্র অলীক কল্পনা নয়, এটা বাস্তব।
রুশ বিপ্লবের মধ্য দিয়ে এটি বাস্তবে প্রয়োগ হয়েছিল।
আজ শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারে অক্টোবর বিপ্লবের শতবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের সমাপনী সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। সমাবেশে ঘোষণা পাঠ করেন ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি। সভা পরিচালনা করেন পার্টির পলিটব্যুরো সদস্য নুর আহমদ বকুল।
সমাবেশ শেষে লাল পতাকার সুসজ্জিত বর্ণাঢ্য র্যালি শহীদ মিনার থেকে শুরু হয়ে দোয়েল চত্তর, হাইকোর্ট মাজার রোড, কদম ফোয়ারা, পল্টন মোড় ঘুরে প্রেসক্লাবে এসে শেষ হয়।
এর আগে গত ২৬ মে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এক সেমিনারের মধ্য দিয়ে বিপ্লবের শতবর্ষ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
।