বাংলাদেশ কীটতত্ত্ব সমিতির ১০ম দ্বি-বার্ষিক সম্মেলন এর উদ্বোধন অনুষ্ঠান

Slider বাংলার সুখবর

index

 

 

 

 

 

গাজীপুর অফিস: বাংলাদেশ কীটতত্ত্ব সমিতির ১০ম দ্বি-বার্ষিক সম্মেলন আজ গাজীপুরের বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, এমপি।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন আমাদের কৃষি খাত আজ বহুবিধ চ্যালেঞ্জের সম্মুখীন। আবাদী জমির পরিমাণ কমে যাওয়া, জনসংখ্যা বৃদ্ধি, কৃষি উৎপাদন ব্যয় বৃদ্ধি ইত্যাদি কৃষির অগ্রগতিকে বাধাগ্রস্ত করছে। অধিকন্তু পোকামাকড়ের আক্রমনে প্রতিবছর আমাদের দেশে ব্যাপক ফসল হানি ঘটে থাকে এবং এ সমস্ত পোকামাকড় দমনের জন্য আমাদের কৃষকগণ নির্বিচারে বিষাক্ত কীটনাশক জমিতে প্রয়োগ করছেন যা জীব বৈচিত্র্য ধ্বংসসহ জনস্বাস্থ্য ও পরিবেশের উপর বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করছে। বিভিন্ন উৎপাদিত পণ্যে কীটনাশকের অবশিষ্টাংশ পাওয়া যাচ্ছে যা আমাদের জন্য অত্যন্ত উদ্বেগের বিষয়। কীটনাশকের এ অপব্যবহার জনিত বিপর্যয় রোধে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত কীটতত্ত¦বিদদের কৃষকদের ক্ষতিকারক পোকামাকড় দমনের জন্য পরিবেশ সম¥ত প্রযুক্তি উদ্ভাবন ও সম্প্রসারণের উপর গুরুত¦ আরোপের পাশাপাশি কৃষকদেরকে কীটনাশকের অপব্যবহারের ফলে সৃষ্ট বিভিন্ন প্রতিকুলতা ও বিপদ সম্পর্কে সচেতন করে তোলার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য তিনি কীটতত্ত¦বিদদের প্রতি উদাত্ত আহবান জানান।

উদ্বোধন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য প্রফেসর ড. মো. মাহ্বুবর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনষ্টিটিউটের এর ভারপ্রাপ্ত মহাপরিচালক জনাব মো. শোয়েব হাসান। মুল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কীটতত্ত্ব সমিতির জ্যেষ্ঠ সহ সভাপতি ও কীটতত্ত¦ বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. সৈয়দ নূরুল আলম।

সম্মেলনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান এবং সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান হতে প্রায় চার শতাধিক কীটতত্ত্ববিদ অংশ গ্রহন করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *