যাকে নিয়ে এত স্বপ্ন দেখেছিল প্যারিস সেইন্ট জার্মেই, সেই নেইমার এখন তাদের দলীয় আন্তঃকোন্দলের কারণ! ২২২ মিলিয়ন ইউরোর রেকর্ড মূল্যে বার্সেলোনা থেকে পিএসজিতে গিয়ে ফরাসি ক্লাবটির চেহারাই পাল্টে দিয়েছিলেন নেইমার। লিগ ওয়ানে ঘোড়ার মত ছুটছে উনাই এমেরির দল।
নিয়মিত গোল পাচ্ছেন ব্রাজিল সুপারস্টার। কিন্তু দলের মাঝে বিভেদ তৈরীর যে অভিযোগ তার বিরুদ্ধে উঠেছে, তার জবাব দিতে গিয়ে কেঁদে ফেললেন সাবেক বার্সা সুপারস্টার!জাপানের বিপক্ষে ব্রাজিলের প্রীতিম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসেন নেইমার। ওই ম্যাচের বাইরে যে পিএসজি নিয়ে অনেক প্রশ্নের জবাব দিতে হবে তা বুঝতে পেরেছিলেন নেইমার। এডিনসন কাভানির সঙ্গে সেই পেনাল্টি নিয়ে বিবাদ এখনও কাটেনি। এমনকী পিএসজি কোচ উনাই এমেরি পর্যন্ত নেইমারকে ভালো চোখে দেখছেন। কিন্তু সাংবাদিকরা ধারণাও করতে পারেননি, এসবের জবাব দিতে গিয়ে কেঁদে ফেলবেন ব্রাজিল মহাতারকা!
এক সাংবাদিকে প্রশ্নে আবেগপ্রবণ হয়ে নেইমার বললেন, ‘প্যারিসে খুব ভালো আছি, আমি সুখী। আমি এমন একজন খেলোয়াড় হতে চাইছি যে কিনা মাঠে তার সর্বস্ব ঢেলে দেয়। তবে অন্য একটা বিষয় আমাকে বিচলিত করছে। কাভানির সঙ্গে আমার কোনো ঝামেলা নেই, কোচের সঙ্গেও নেই।
আমি চাই আপনারা এসব খবর আবিষ্কার করা বন্ধ করুন। আমি প্যারিসে এসেছি অবদান রাখতে, আমার কোচকে সাহায্য করতে। ‘বিষয়টা নিয়ে নাকি তিনি ব্রাজিল জাতীয় দলের কোচ তিতের সঙ্গেও আলোচনা করেছেন। এই আন্তঃকোন্দলের ঘটনা নিয়ে পিএসজিএর একেক জনের একেক রকম বক্তব্য তাকে মানসিকভাবে চাপে রেখেছে।
ব্রাজিল সুপারস্টার আরও বললেন, ‘ এই বিষয়টা আমাকে বিরক্ত করছে, এমনকি তিতের সঙ্গেও এ নিয়ে কথা বলেছি। আমি আপনাদের থামতে অনুরোধ করছি। আমি জিততে ভালোবাসি। শিরোপা জিততে চাই, এ কারণেই পিএসজিতে এসেছি। আমি ভালো আছি, বার্সেলোনা ছেড়ে আসার সময়ও আমি আনন্দেই ছিলাম। এখনো আনন্দেই আছি। ‘
জাতীয় দলের কোচ তিতেও নেইমারর পাশে দাঁড়িয়ে বললেন, ‘তিতের সঙ্গে নেইমারের ঝামেলা আছে -এই কথা শুনতে শুনতে আমি ক্লান্ত হয়ে পড়েছি। তার চরিত্র এবং ড্রেসিংরুমে তার প্রভাব সম্পর্কে আমিই আপনাদের বলতে পারি…মানুষ মাঝেমধ্যে ভুল প্রতিক্রিয়া দেখায়। তার জন্য মানুষের স্বভাব-চরিত্র নিয়ে প্রশ্ন তোলা উচিত নয়। ‘