‘প্রধান বিচারপতির পদত্যাগের বিষয়ে আমি নিশ্চিত নই’

Slider জাতীয়

133838anisul_kalerkantho_pic

 

 

 

 

 

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার ‘পদত্যাগের’ খবরের বিষয়ে গণমাধ্যমের মাধ্যমে অবগত হয়েছেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, ‘প্রধান বিচারপতির পদত্যাগের বিষয়টি আমি গণমাধ্যমে শুনেছি।

এ বিষয়ে আমি নিশ্চিত নই। আমার কাছে এখন পর্যন্ত কোনো কাগজ আসেনি। অতএব আমি এ বিষয়ে কোনো মন্তব্য করতে পারি না। ‘আজ শনিবার রাজধানীর অফিসার্স ক্লাবে বার কাউন্সিল আয়োজিত নবীন আইনজীবীদের সনদ বিতরণ অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী আরো বলেন, ‘প্রধান বিচারপতির ছুটি শুক্রবার শেষ হয়েছে। ছুটি বাড়ানোর কোনো কাগজ তিনি পাঠাননি। তার অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি দায়িত্ব চালিয়ে যাবেন। এ বিষয়ে করণীয় সংবিধানে সুস্পষ্টভাবে উল্লেখ রয়েছে। ‘

গতকাল শুক্রবার গভীর রাতে একটি বেসরকারি টিভি চ্যানেলে ব্রেকিং নিউজ হিসেবে ‘ছুটিতে থাকা প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা পদত্যাগ করেছেন’ বলে একটি খবর প্রচার করা হয়।

প্রচারিত খবরে বলা হয়- ‘রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন প্রধান বিচারপতি এস কে সিনহা। ‘ এর কিছুক্ষণের মধ্যে আরো কয়েকটি চ্যানেলের স্ক্রলে একই তথ্য প্রচার করা হয়। তবে কোনোটিরই তথ্যসূত্র ছিল না।উল্লেখ্য, সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায়সহ বিভিন্ন ইস্যুতে আলোচনা-সমালোচনার মধ্যে গত ২ অক্টোবর অসুস্থতাজনিত কারণে ছুটিতে যান প্রধান বিচারপতি। এর পর ১৩ অক্টোবর তিনি অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ছাড়েন। যাওয়ার আগে প্রধান বিচারপতি লিখিত বক্তব্যে সাংবাদিকদের বলেন, ‘আমি অসুস্থ নই। পালিয়েও যাচ্ছি না। সাময়িকভাবে যাচ্ছি। আবার ফিরে আসব। ‘ এ ঘটনায় পরদিনই সুপ্রিম কোর্ট প্রশাসন এক বিবৃতিতে জানায়, প্রধান বিচারপতির বিরুদ্ধে ১১টি দুর্নীতি ও অনিয়মের অভিযোগ রয়েছে। তবে এ বিষয়ে তার কাছ থেকে কোনো সদুত্তর পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *