প্রধান নায়িকা সাদিয়ার এ্যাকশন শুরু

বিনোদন ও মিডিয়া

10811450_1515785615367743_1759124030_n

মহান মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে লেখা ‘উদীয়মান সূর্য’ টেলিছবিতে প্রধান নায়িকা চরিত্রে অভিনয় শুরু করেছেন সাদিয়া আফরিন। মহান মুক্তিযুদ্ধের পটভূমি থেকে নির্মিত ওই ছবিতে সাদিয়াকে দেখা যাবে একজন মুক্তিযুদ্ধার স্ত্রী হিসেবে। ছবির কাহিনীতে হিন্দু মুসলিম নয় আমরা বাঙালী পরিচয়টি যথাযথভাবে স্থান পেয়েছে।

সাদিয়া আফরিনের মুক্তিযোদ্ধা স্বামী হিসেবে অভিনয় করছেন সাজ্জাদ সাজু। লিনেট মিডিয়া প্রযোজিত টেলিছবিটি নির্মাণ করছেন তরুণ নির্মাতা শফিউল আযম শফিক।

এ ছবিতে আরো অভিনয় করছেন ওবায়েদ রেহান, তামান্না জুলি, শিশির আহমেদ, এবিএম সোহেল রশিদ, কাজী আলমগীর সহ অনেক নতুন ও প্রবীণ অভিনয় শিল্পী।

১৪ নভেস্বর বিকেলে জাতীয় প্রেসক্লাবে এই ছবির শুভ মহরত অনুষ্ঠিত হয় । এখন গাজীপুরে শুরু হয়েছে শুটিং। এ বছরের ১৬ ডিসেম্বর ঢাকাসহ ১০ জেলায় প্রদর্শিত হবে এই ছবিটি । এই ছবির ব্যবসা থেকে ২০% আয় মানব সেবায় অর্থাৎ, গরীব, দুস্থ এবং অসহায় মানুষদের জন্য ব্যয় করা হবে বলে জানিয়েছেন নির্মাতা।

পরিচালক শফিউল আযম শফিক বলেন, মহান মুক্তিযুদ্ধ নিয়ে অনেক চলচ্চিত্র, নাটক নির্মাণ হয়েছে তবে তবে এই টেলি ছবির গল্পে ভিন্নতা রয়েছে। গল্পে ভিন্নতা থাকার কারণেই এই ছবি কাজ করছেন সাদিয়া।

10563381_1515786818700956_1489139192_n

শুটিং স্থল থেকে সাদিয়া আফরিন গ্রাম বাংলাকে জানান, টেলিছবিটির মূল বিষয় হলো মানুষের মূল্যবোধ। আমরা বাঙালী। মতভেদ থাকলেও স্বাধীনতার প্রশ্নে কারও কোন আপোষ নেই। মুক্তিযুদ্ধ মানুষের জীবনে কেমন প্রভাব ফেলেছিল এবং তার পরিণতি বা ফলাফল কি হয়েছিল এবং হিন্দু ও মুসলিম বিভেদ নিয়ে নির্মিত হতে যাচ্ছে ‘ উদীয়মান সূর্য’ টেলিছবি।

গাজীপুরে ছবিটির শুটিং চলছে। চলবে ১ ডিসেম্বর অবধি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *