৩৬ হাজার ফুট উঁচুতে কেক কাটলেন মমতা ব্যানার্জি

Slider ফুলজান বিবির বাংলা

1113425_kalerkantho_pic

 

 

 

 

কলকাতা থেকে লন্ডনের যাওয়ার পথে মাঝ আকাশে বিমানের মধ্যে কেক কাটলেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। জি নিউজের খবর, শুক্রবার দিবাগত রাত ৮টা ৫ মিনিটে কলকাতার দমদম বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশে যাত্রা করেন মমতা ব্যানার্জি।

এরপর বিমান যখন ৩৬,০০০ ফুট উচ্চতায় তখনই তাঁকে চমকে দিলেন বিমানকর্মীরা। মুখ্যমন্ত্রীকে অভিনন্দন জানানো হলো ‘শুভ যাত্রা’ লেখা কেক দিয়ে। বিমানের মধ্যেই সফরসঙ্গীদের সেই কেক কেটে খাওয়ালেন মমতা।

এতে আরো বলা হয়, ভাগিনী নিবেদিতার (অ্যাংলো-আইরিশ বংশোদ্ভূত সমাজকর্মী, লেখিকা, শিক্ষিকা এবং স্বামী বিবেকানন্দের শিষ্যা) জন্ম সার্ধশতবর্ষ অনুষ্ঠানে যোগ দিতে আমন্ত্রণ জানানো হয়েছিল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে। সেই অনুষ্ঠানে যোগ দিতেই মুখ্যমন্ত্রীর লন্ডনযাত্রা। নিবেদিতার বাসস্থান সংস্কারের পর তা জনসাধারণের জন্য খুলে দিতে এক অনুষ্ঠানের আয়োজন করেছে ব্রিটিশ কর্তৃপক্ষ। সেই অনুষ্ঠানে যোগ দেবেন মমতা। পাশাপাশি সেখানকার শিল্পদ্যোগীদের সঙ্গে বৈঠক করারও পরিকল্পনা রয়েছে তাঁর।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *