সালমান-ঐশ্বরিয়ার লড়াই!

Slider বিনোদন ও মিডিয়া

011916Salman_kalerkantho_pic

 

 

 

 

সাবেক প্রেমিক জুটি ঐশ্বরিয়া ও সালমান খান ফের মুখোমুখি হচ্ছেন। এক প্রকার লাড়ইয়ে নামছেন এ জুটি।

তবে বাস্তবে নয়। ২০১৮ সালের বক্স অফিসে মুখোমুখি হচ্ছেন তারা। কেননা সামনের ঈদে মুক্তি পাবে সালমানের ‘রেস-৩’ ও ঐশ্বরিয়ার ‘ফ্যানি খান’।সেই ২০০৯ সাল থেকে ঈদে সিনেমা মুক্তিকে নিয়মে পরিণত করেছেন সালমান খান। গত ঈদুল ফিতরে ‘টিউবলাইট’ ছাড়া বিগত বছরগুলোতে মুক্তিপ্রাপ্ত ওয়ান্টেড, দাবাং, বডিগার্ড, এক থা টাইগার, কিক, বজরঙ্গি ভাইজান, সুলতান ছিল বক্স অফিস সফল। আসছে ঈদেও মুক্তির তালিকায় থাকছে সালমানের ‘রেস থ্রি। ’

অন্যদিকে ঐশ্বরিয়া অভিনীত পরবর্তী সিনেমা ‘ফ্যানি খান’। এতে আরো রয়েছেন অনিল কাপুর ও রাজকুমার রাও। আগামী বছর এপ্রিলে সিনেমাটি মুক্তির কথা থাকলেও তা পিছিয়ে এখন রেস-থ্রি’র সঙ্গে মুক্তি পাবে বলে জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।

একটি সূত্রের দেয়া তথ্যমতে, ‘ফ্যানি খান’ সিনেমার প্রযোজক অর্জুন এন কাপুর, প্রেরণা আরোরা, ভূষণ কুমার এবং রাকেশ ওমপ্রকাশ মেহরা সবাই মিলে ঐশ্বরিয়া ও অনিল কাপুরের সঙ্গে কথা বলেছেন। তারা ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তি দিতে সম্মত হয়েছেন। তারা খুব ভালো করেই জানেন ‘রেস থ্রি’ ঈদে মুক্তি পাবে তবু সিনেমাটি নিয়ে তারা আত্মবিশ্বাসী। সূত্র: ইন্টারনেট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *