বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের আলোচনা সভা অনুষ্ঠিত

জাতীয়

DSC_8768
নদ-নদী রক্ষায় সুষ্ঠু ব্যবস্থাপনা এবং এর সাথে সংশ্লিষ্ট দেশের সাধারণ মানুষের প্রত্যাশা, প্রাপ্তি ও চ্যালেঞ্জসমূহকে সামনে রেখে বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের উদ্যোগে “বাংলাদেশ নদী ব্যবস্থাপনা-প্রত্যাশা প্রাপ্তি ও চ্যালেঞ্জসমূহ” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শুক্রবার দুপুরে ঢাকার মহাখালীতে পিনাকল সোর্সিং অডিটোরিয়ামে ওই অনুষ্ঠান হয়।

উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রিয় সভাপতি অধ্যাপক মোঃ আনোয়ার সাদত। স্বাগত বক্তব্য প্রদান করেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন।

সংগঠনের কেন্দ্রিয় যুগ্ম সম্পাদক ডাঃ বোরহান উদ্দিন অরণ্য, ঢাকা বিভাগীয় সমন্বয়কারী মনোয়ার হোসের রনি ও কেন্দ্রিয় অর্থ সম্পাদক এ্যাডভোকেট মোঃ আনোয়ার হোসেনের উপস্থাপনায় ১ম পর্বের আলোচনায় অংশ নেন পানি বিশেষজ্ঞ ড.এস.আই খান, পানি উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান মোঃ ইনামুল হক, বেলার নির্বাহী পরিচালক এড. সৈয়দা রিজওয়ানা হাসান, ডুয়েটের প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মোঃ শওকত ওসমান ,গ্লোব জনকন্ঠ শিল্প পরিবার লিমিটেডের মহা ব্যবস্থাপক মোঃ নজরুল ইসলাম, পিনাকল সোর্সিং লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মোঃ গিয়াস উদ্দীন, বাপার সাধারণ সম্পাদক ডা. আঃ মতিন, জাতিসংঘ পানিপ্রবাহ কনভেনশন বাস্তবায়ন আন্দোলনের সমন্বকারী এড হাসানত কাইয়ুম, রিভাইন পিপলের সাধারণ সম্পাদক শেখ রোকন ও ব্যরিষ্টার কাজী আকতার হোসাইন প্রমুখ।

এছাড়াও সারাদেশ থেকে আগত সংগঠনের জেলা প্রতিনিধিদের উপস্থিতিতে ২য় পর্বের আলোচনায় অংশ নেন সংগঠনের কেন্দ্রিয় নেত্রীবৃন্দের পক্ষ থেকে রবিউল ইসলাম, শামীম মোহাম্মদ, মুক্তিযোদ্ধা হাছিবুর রহমান, কালিমোল্লা ইকবাল, রফিকুল ইসলাম, প্রকৌশলী জাবের আহম্মদ প্রমুখ ।

DSC_8824

সভায় বক্তারা বাংলাদেশের জন্য সময়োপযোগী সুষ্ঠ নদী ব্যবস্থাপনার পাশাপাশি, কঠোর আইন প্রনয়ণ ও তার প্রয়োগ, বিভিন্ন আন্তর্জাতিক নদীর যথাযথ হিস্যা আদায়ে রাজনীতির উর্ধ্বে উঠে সরকারের কার্যকর পদক্ষেপ গ্রহণ সহ প্রভৃতি বিষয়ের উপর আলোকপাত করেন।

সর্বশেষে সংগঠনের সভাপতি সারাদেশ থেকে আগত প্রতিনিধি ও অতিথিবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করে গুরুত্বপূর্ণ নদী-ইস্যুতে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে ব্যাপক জনসচেতনতা সৃষ্টির মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর দেশ তৈরীতে সকলকে ভূমিকা রাখার উদাত্ত আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *