.
হাফিজুল ইসলাম লস্কর :: গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ-চন্দরপুর সড়কের রায়গড় এলাকায় চলন্ত একটি তেলবাহী লেগুনায় আগুন লেগে পুড়ে গেছে। ০৯ নভেম্বর বৃহস্পতিবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে বিয়ানীবাজার ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুণ নিয়ন্ত্রণ করেন।
ফায়ার সার্ভিস সুত্রে জানা যায়, অগ্নি দুর্ঘটনায় প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনে তেলবাহী লেগুনা পুড়ে গেলেও এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
স্থানীয় সূত্রে জানা যায়, সিলেট থেকে জ্বালানি তেল নিয়ে লেগুনাটি বড়লেখায় যাচ্ছিল। ঢাকাদক্ষিণ-চন্দরপুর সড়কের রায়গড় এলাকা অতিক্রম করার সময় গাড়িতে হঠাৎ করে আগুন লেগে যায়। এতে তেলসহ গাড়ী পুড়ে যায়। এ সময় এ সড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। আগুন নেভাতে স্থানীয়রা ছুটে আসলেও আগুনে তপ্ত শিখা নিয়ন্ত্রণ করতে পারেননি।
খবর পেয়ে বিয়ানীবাজার থেকে ছুটে গিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণ করেন। এর আগেই লেগুনাটি সম্পূর্ণ পুড়ে যায়। আগুনের খবর পেয়ে আশপাশ এলাকা থেকে লোকজন ছুটে আসলে ঘটনাস্থেলে তীব্র যানজটের সৃষ্টি হয়।