এ কেমন অমানবিকতা, যার ছবি পেল বিশ্বসেরার সম্মান

Slider বিচিত্র

210826elephant-west-bengal

 

 

 

 

মানবতার অপমৃত্যু। প্রতিদিন পৃথিবীতে এমন সব ঘটনা ঘটে যেসব শুনলে বা দেখলে নিজেদের মনুষ্যত্ব নিয়ে প্রশ্ন উঠে যায়।

মানুষ শুধু মানুষের সঙ্গেই নয়, যে বন-জঙ্গল থেকে তাদের উৎপত্তি সেই জঙ্গলকেও প্রতিনিয়ত হত্যা করে চলেছে।মানবতা ও বন্যপ্রাণের নিধনের এক জ্বলন্ত মুহূর্তের সাক্ষী হয়েছিল একটি ফ্রেম। একটি চিত্র প্রদর্শনীতে বিশ্ব সেরার পুরস্কার জিতে নিয়েছে এই ছবি। ছবিটিতে দেখা যাচ্ছে একটি বড় হাতি ও শিশু হাতিকে ‘টার’ ও বোমা মেরে আগুন জ্বালিয়ে তাড়ানো হচ্ছে। প্রাণভয়ে দুটি বন্যপ্রাণী ছুটছে। একই ফ্রেমে মানবতা ও বন্যপ্রাণী দুটিরই হত্যা হতে দেখা যাচ্ছে।

ভারতের পশ্চিমবঙ্গের বাঁকুড়া এলাকায় এশিয়ান হাতির প্রায় ৭০ শতাংশ বাস করে। জঙ্গল থেকে বেরিয়ে তারা মাঝেমধ্যেই লোকালয়ে ঢুকে পড়ে। জঙ্গল প্রতিনিয়ত বিনষ্ট করে মানুষ লোকবসতিও রোজই বাড়িয়ে চলে।

ফলে বন্যপ্রাণ ও মানুষের লড়াইও সবসময়েই চলে। কিন্তু যেভাবে এই হাতিগুলিকে কষ্ট দেওয়া হচ্ছে তার জন্য একটাই বিশেষণ কাজে লাগে, ‘অমানবিক’।এ এমনই এক ফ্রেম যার প্রেমে পড়া যায় না। বরং আরো একবার নিজেদের বোধগুলোকে ধিক্কার জানাতে ইচ্ছা করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *