আমি জন্ম দুখি …..সামসুদ্দিন (অন্তর)

Slider সামাজিক যোগাযোগ সঙ্গী

23434941_626771067493619_4288470552124123109_n

 

 

 

 

 

আমি জন্ম দুখি

…..সামসুদ্দিন (অন্তর)
বলার জন্য নইগো আমি
শোনার জন্য আছি।
পথে পায়ে পায়ে দুখের বাঁশরী.
মনের মাঝে চাহি
দেখ্ রে আনন্দ কি নাহি।
দু:খের ঘরে জন্ম আমার
পাইনি সুখের ধারা।
সুখের ঘরে নই গো আমি
আধার ঘরে বাতি।
আছি সুখে হাস্য মুখে
দু:খ আমার নাই।
সুখে দুখে শোভন এই
ভুবনে চলিয়া যেয়ো হাসি মুখে।
রাখিয়ো চির আশা.
আমি জন্ম দুখি।
চোখের জলের বাঁধ
ভেঙেছে তাই গো।
সুখের আশার হাওয়া লাগে.
ওই নিখিল গগনে।
ওগো দুখ- জাগানিয়া
কান্নাধারার দোলা তুমি
থামতে দিলে না যে।
মুখে হেসে যাই.
মনে কেঁদে চাই তারি মাঝে
কেন আমি জন্ম দুখি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *