রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ১৮ ডিসেম্বর থেকে চারদিন ভারত সফর করবেন। পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী আজ এখানে এ কথা বলেন। তিনি আজ তার মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে বলেছেন, ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর আমন্ত্রণে রাষ্ট্রপতি আবদুল হামিদ ১৮ থেকে ২১ ডিসেম্বর নয়াদিল্লী সফর করবেন। নেপালে অনুষ্ঠিত সদ্যসমাপ্ত সার্ক সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণের ফলাফল নিয়ে সাংবাদিকদের ব্রিফ করার জন্য এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এর আগে গত মে মাসে ভারতের রাষ্ট্রপতি বাংলাদেশের রাষ্ট্রপতিকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়ে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছিলেন। রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের দুই বছর পর এটা হবে তার ভারতে প্রথম সফর। ভারতের প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফর সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, নেপালে অনুষ্ঠিত ১৮তম সার্ক সম্মেলনের পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেখানে দ্বিপক্ষীয় আলোচনাকালে মোদি বাংলাদেশ সফরের আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেন।
এর আগে গত মে মাসে ভারতের রাষ্ট্রপতি বাংলাদেশের রাষ্ট্রপতিকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়ে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছিলেন। রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের দুই বছর পর এটা হবে তার ভারতে প্রথম সফর। ভারতের প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফর সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, নেপালে অনুষ্ঠিত ১৮তম সার্ক সম্মেলনের পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেখানে দ্বিপক্ষীয় আলোচনাকালে মোদি বাংলাদেশ সফরের আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেন।