রাতুল মন্ডল শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার জেলা পরিষদের ডাকবাংলোর সামনে থেকে বুধবার রাত সাড়ে ১০ টার দিকে অসুস্থ অবস্থায় এক বৃদ্ধা নারীকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরের দিন সকালে চিকিৎসার্ধীন অবস্থায় তাঁর মৃত্য হয়েছে বলে নিশ্চিত করেছেন চিকিৎসক।
অজ্ঞাত নারী (৬০), তাঁর পড়নে ছিল, লাল, খয়েরী ঘিয়া রঙের একটি শাড়ী, নীল রঙের পেটিকোট, টিয়া রঙের ব্লাউজ।
ডাকবাংলোর কেয়ারটের্কার মো.আকরাম হোসেন জানায়, বুধবার রাত সাড়ে ১০ টার দিকে অসুস্থ অবস্থায় এক বৃদ্ধা নারীকে জেলা পরিষদ ডাকবাংলোর সামনে পরে থাকতে দেখে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে শ্রীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক হুজ্জাতুল ইসলাম পলাশ জানান, হৃদক্রিয়া বন্ধ হয়ে যাওয়ায় ওই বৃদ্ধা নারী’র মৃত্যু হয়েছে।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মুনঞ্জুরুল ইসলাম জানান, খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিক বৃদ্ধার নারীর কোন পরিচয় পাওয়া যায়নি।