বিধানসভা নির্বাচনের মাঝেই শ্রীনগরে গ্রেনেড হামলা। শনিবার সিআরপিএফের বাঙ্কারে হামলা চালানো হয়। গ্রেনেড হামলায় সাতজন নাগরিক আহত হয়েছে। আহত হয়েছেন এক সেনা জওয়ানও।আহতদের মধ্যে একজন শিশুও রয়েছে বলে জানিয়েছে পুলিশ। লাল চকের ডিএসপি ফয়সল কায়ুম জানিয়েছেন গোটা এলাকা নিরাপত্তার চাদরে ঘিরে ফেলা হয়েছে। আহতদের স্থানিয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এই ঘটনায় পাকিস্তানের দিকে আঙুল তুলেছে বিজেপি। দলের মুখপাত্র সম্বিত পাত্র বলেন, জম্মু কাশ্মীরে ব্যপক হারে ভোট পড়ায়, সন্ত্রাসবাদীদের আঁতে ঘা লেগেছে।
সূত্র : জি নিউজ
