ভারতের পশ্চিমবঙ্গে সন্ন্যাসিনীকে ধর্ষণের অভিযোগে নজরুল ইসলাম নামে এক বাংলাদেশিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। আজ বৃহস্পতিবার যুক্তরাজ্যের সংবাদমাধ্যম বিবিসি এ খবর প্রকাশ করেছে।
খবরে বলা হয়, ২০১৫ সালে পশ্চিমবঙ্গের রানাঘাট এলাকায় এক সন্ন্যাসিনীর বাড়িতে হামলা চালায় নজরুলসহ ছয়জন যুবক। এ সময় ওই বৃদ্ধাকে ধর্ষণ করে এবং লুটপাট করে তারা। সেই অভিযোগেই বুধবার কলকাতা নগর দায়রা আদালতের দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা হাকিম কুমকুম সিনহা এই সাজা ঘোষণা করেন।
জড়িত বাকি পাঁচজনকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। আর হামলায় সহায়তা করার জন্য একজনকে সাত বছরের সাজা দেয় আদালত। ৭১ বছর বয়সী ওই সন্ন্যাসিনী যৌন নিপীড়নের শিকার হওয়ার পর দেশজুড়ে বিক্ষোভ শুরু হয়। বিচারক কুমকুম সিনহা বলেন, বৃদ্ধা ওই নারীর সঙ্গে যা হয়েছে তা পশ্চিবঙ্গের সংস্কৃতির সঙ্গে যায় না। এখানে মাদার তেরেসা অসহায়দের সাহায্য করেছেন।
২০১৫ সালের ১৪ মার্চ মধ্যরাতে রাতে পশ্চিমবঙ্গের নদীয়া জেলার রানাঘাটে কনভেন্ট অফ জেসাস অ্যান্ড মেরি নামে ওই স্কুলে ডাকাতি ও ধর্ষণের ঘটনা ঘটেছিল।
নগদ অর্থের পাশাপাশি ল্যাপটপ, মোবাইল ফোন, ক্যালকুলেটর, ব্যাগ ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসও চুরি যায়। ওই ঘটনায় রানাঘাটের গাংনাপুর থানায় একটি মামলা দায়ের করা হয়। তদন্তে নেমে রাজ্য পুলিশের সিআইডি অভিযুক্ত সাতজনের মধ্যে ছয়জনকে আটক করে।