স্প্যানিশ জার্সি নিয়ে বিতর্ক

Slider খেলা

1125205_kalerkantho_pic

 

 

 

 

২০১৮ রাশিয়া বিশ্বকাপের জন্য আর্জেন্টিনা, স্পেন, জার্মানি, মেক্সিকো, রাশিয়া, কলম্বিয়া সহ প্রায় প্রত্যেকটি দেশের জার্সি উদ্বোধন করল অ্যাডিডাস। তবে স্পেনের জাতীয় দলের জার্সি নিয়ে তৈরি হয়েছে বিতর্ক।

নতুন জার্সিতে লাল, হলুদ এবং নীল রং রয়েছে।

অনেকের বক্তব্য, নীল রংটিতে বেগুনি রংয়ের আধিক্য আছে। এই জার্সিটির সঙ্গে ১৯৩১-৩৯ সালের রিপাবলিকান জার্সির মিল আছে। উল্লেখ্য, এখনো যারা স্পেনের আধিপত্য মানে না তারা এই তিন রংয়ের পতাকা ব্যবহার করে। তবে জার্সি প্রস্তুতকারক সংস্থা অ্যাডিডাস স্পষ্ট জানিয়ে দিয়েছে, স্পেনের ফুটবল সংস্থার কাছ থেকে ইতিবাচক সম্মতি পাওয়ার পর তারা জার্সি তৈরিতে হাত দিয়েছে।

এ ব্যাপারে অ্যাডিডাসের এক মুখপাত্র জানান, কয়েক মাস আগেই আমাদের তৈরি ডিজাইনে সিলমোহর দিয়েছে স্প্যানিশ ফুটবল সংস্থা। তাই এখন এই বিতর্ক তৈরি হলে আমাদের কিছু করার নেই। উল্লেখ্য, স্প্যানিশ ফুটবল ফেডারেশনের জানায়, কোনো রং নিয়েই বিন্দুমাত্র বিভ্রান্তি নেই।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *